দেশের প্রতন্ত্য এলাকায় ই-কমার্স সেবা আরো দ্রুত পৌছে দিতে দেশে প্রথমবারের মত ইউনিয়ন ই-কমার্স সেবা কেন্দ্র চালু করলো আমিও ডটকম। সম্প্রতি দেশের দশটি ইউনিয়নে সেবা কার্যক্রম চালু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়ন একটি করে এ সেবা কেন্দ্র চালু হবে বলে জানিয়েছেন আমিও ডটকমের সিইও সোহেল তালুকদার। এখন থেকে আমিও ডটকমের ইউনিয়ন সেবা কেন্দ্রের মাধ্যমে স্থানীয় পণ্য উৎপাদনকারী সরাসরি অনলাইনে দেশে-বিদেশে বিক্রি ও বিপনন করতে পারবে। এছাড়াও স্থানীয় সেবা ক্রেতারা এ সেবা কেন্দ্র থেকে আমিও ডটকম থেকে সঠিক পণ্য খুঁজে অর্ডার প্রদান করতে পারবে এবং অর্ডারকৃত পণ্য এ সেবা কেন্দ্র থেকেই ডেলিভারি করা হবে। পণ্য ডেলিভারির পরবর্তি সময়ে ত্রুটি দেখা দিলে ইউনিয়ন সেবা কেন্দ্রেই তা ফেরত দেয়া যাবে।
উল্লেক্ষ্য, আমিও ডটকম বাংলাদেশের প্রথম এবং একমাত্র সামাজিক বাজার ব্যবস্থা। আরো বিস্তারিত জানা যাবে ওয়েব সাইটে https://www.aamio.com/v2/v2/
[wpsm_button color=”orange” size=”small” link=”https://www.aamio.com/v2/v2/my-account/” icon=”thumbs-up” class=””]Join for FREE[/wpsm_button]