কাঠকয়লা ক্লে অনেক সহজে , দ্রুত তৈরি করা যায় । এই রেসিপির মাধ্যমে আপনার ত্বক আরও পরিস্কার , সুন্দর হবে ।
বেনটোনাইট ক্লে এর উপকারিতাঃ
বেনটোনাইট ক্লে আগ্নেয়গিরির ছাই তলানি থেকে উৎপন্ন হয় , যা আকর্ষণ করতে , শরীরের বিষাক্ত দ্রব্য দূরীভূত করতে এটি ব্যবহার করা হয় । মাস্ক দূর করতে দারুন কাজ করে । পানির সাথে মিশিয়ে ত্বক পরিষ্কার করতে এটি দারুন কাজ করে । এর শোষণ ক্ষমতাও আছে , তাই খাঁটি মধুর রেসিপিতে অন্তর্ভুক্ত করেছি ।
নরম ত্বকের জন্য খাঁটি মধুঃ
এটি যেকোন ডেজার্টকে মিষ্টি করতে পারে , পোড়া জায়গায় শান্ত করতে কাজে আসে , ব্যকটিরিয়াবিরোধী কাজে মধু দরকার হয় । ফেইস মাস্ক নরম করতে , ত্বকে আরাম বোধ করতে মধু অনেক উপকারি । মুখের দাগ বা ব্রন দূর করতে মধু দারুন উপকার করে ।
ত্বকের জন্য কাঠকয়লাঃ
বিশ্বব্যাপী বিষাক্তক্রিয়া দূর করতে কাঠকয়লা ব্যবহার করা হয় । হিসাব করে দেখা গিয়েছে , কাঠ কয়লা ৬০% বিষ শুষে কমিয়ে ফেলে । যখন ত্বকের উপর ব্যবহার করা হয় , চামড়ার ময়লা দূর করতে সাহায্য করে ।
অপরিহার্য তেলরং (এসেন্সিয়াল অয়েলঃ
অপরিহার্য তেলরং DIY স্কিন কেয়ারে রেসিপি সহ বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় । এই রেসিপিতে চা গাছের পাতা , ল্যাভেন্ডার অপরিহার্য তেলরং ত্বককে পরিষ্কার করতে দারুন কাজ করে । চা গাছের পাতা , ব্রন দূরীকরণের জন্য ব্যবহৃত হয় । কারন এর মধ্যে এন্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে । ল্যাভেন্ডার ত্বকের সুস্থতার জন্য উপকার করে । মাত্র ফেইস মাস্কে এক ফোঁটা ব্যবহার করলেই যথেষ্ট ।
কাঠকয়লার মাস্কের উপাদানঃ
১ টেবিল চামুচ বেনটোনাইট ক্লে
১ টেবিল চামুচ কাঠকয়লা পাউডার
২ টেবিল চামুচ পানি
আধা চামুচ মধু
এক ফোঁটা মধু চা গাছের তেল এবং ল্যাভেন্ডার এসেন্সিয়াল তেল ।
কাঠ কয়লার মাস্ক তৈরি করার পদ্ধতি
একটি ছোট বাটিতে পানি এবং তেল নিন ।
বেনটোনাইট ক্লে পানির উপর ছড়িয়ে দিন । যতক্ষণ পুরো পানি না শুকিয়ে যায় ততক্ষন অপেক্ষা করুন ।
রাবারের চামচ ব্যবহার দিয়ে সবকিছু এক সাথে মিশাতে হবে । ডলা আকারে হতে হবে । তাই দুই মিনিটের মতন নাড়াতে হবে ।
যখন মাস্কের মিশ্রন রেডি হয়ে যাবে , মুখের উপর লাগাতে পারেন । ১০ মিনিট অপেক্ষা করতে হবে শুকানোর জন্য । তারপর সাবান , পানি দিয়ে মাস্ক উঠিয়ে ফেলুন ।
কাঠকয়লা মাস্ক টিপসঃ
এই কাঠকয়লা মাস্ক কাপড়ে দাগ লাগাতে পারে । তাই কাপড় দূরে রাখতে হবে । যখন দাগ লাগবে তাড়াতাড়ি পরিস্কার করতে হবে ।
মাস্ক উঠাতে কষ্ট হতে পারে । সাধারন সাবান দিয়ে মাস্ক উঠাতে পারবেন । তোয়ালে জাতীয় ওয়াশ ক্লথ ব্যবহার করা যেতে পারে ।
এইকাঠকয়লা মাস্ক বকিছু কিছু ত্বকে টান টান লাগতে পারে । বিশেষ করে সাবান দিয়ে মাস্ক উঠানোর পর । যদি এমন হয় তাহলে পরে আলমন্ড বা বাদামের তেল , বা কুমড়ার তেল অথবা পছন্দের লোশন ব্যবহার করা যেতে পারে ।