ছোটবেলায় , স্পা’তে যাবার স্বপ্ন দেখতাম । আমি তখন জানতাম না , ওখানে মানুষ কেনো যায় , কি বা করে । পরে জানতে আরি , বড়রা সেখানে যায় , নিজেকে একটু সতেজ , আরাম বোধ করতে ।
স্পাতে যাবার আগে , আমি বড় হয়ে গিয়েছিলাম । আমার নিজের ছেলেমেয়েও ছিলো । শরীরে আরামের জন্য ভালো কাজ করে এই স্পা । কিন্তু আমার সন্তানদের জন্য আমি নিয়মিত যেতে পারি না সেখানে ।
আবার আশ্চর্য ব্যাপার হলো , স্পাতে অনেক খরচ । পকেট কিভাবে খালি হয়ে যায় খেয়ালই থাকে না ।
একই সময়ে , স্পা করার সময় , আমার ত্বকে কি ঘটে তা অনুভব করতাম । তাই ঘরে বসে কিভাবে বিনা খরচে স্পা’র মত যত্ন নেয়া যায় তা কাজ করতে শুরু করলাম ।
ছোটবেলা থেকে সৌন্দর্যের প্রতি আলাদা একটা ভালবাসা কাজ করতো । বিভিন্ন রকমের বিউটি প্রোডাক্ট , রেসিপি নিয়ে কাজ করতাম , স্পাতে ব্যবহার করে সেগুলো ।
ফেইস মাস্ক দারুন জনপ্রিয় এক রেসিপি , এমনকি আমার কাছেও ।
ভিটামিন সি ফেইস মাস্কঃ
চর্ম বিশেষজ্ঞ ডাক্তার ট্রেভর কেটস্ এক সাক্ষাতকারে বলেন , আমাদের চামড়া প্রাকৃতিক ভাবেই আম্লিক (অ্যাসিডিক ) । তাই চামড়ার মসৃণতা , সুরক্ষার জন্য নিম্ন ph যুক্ত স্কিন কেয়ার প্রডাক্ট দরকার ।
আমি প্রায়ই হোমমেইড ভিটামিন সি এর সেরাম ব্যবহার করি । কিন্তু পরে আমি স্কিন ত্বকের উপযোগী উপাদান মধু মিশ্রণ করে সেগুলো ব্যবহার করি।
আমি কিছু বাদামি চিনিও যোগ করি , যাতে মাস্ক সহজে উঠিয়ে ফেলা যায় । তারপর , যাতে মুখ না জ্বলে , সেজন্য ল্যাভেন্ডার অয়েল থেকে কিছু কিছু ফোঁটা যোগ করি ।
আপনি যদি আরও কিছু প্রত্যাশা করেন , তাহলে ভিটামিন সি সেরামের ফোঁটা দিয়ে বা অ্যাপলের সিডার ভিনেগার মিশ্রণের সাথে ব্যবহার করতে পারেন ।
ব্রনের জন্যঃ
এই মাস্ক ব্রনের জন্য উপকারি হতে পারে । মধু ব্যাকটেরিয়া প্রতিরোধে কাজ করে , ব্রন নিরাময়ে দারুন উপকারি । ভিটামিন সি ph এর মাত্রা নিয়ন্ত্রণ করে , ত্বক ফাটা থেকে রক্ষা করে । ল্যাভেন্ডার প্রদাহ কমিয়ে দেয় , ব্রনের জন্য দারুন উপকারি ।
উপকরনঃ
খাটি মধু ১ টেবিল চামুচ
আধা চামুচ বাদামি চিনি । না থাকলে , সাধারণ চিনি ব্যবহার করা যেতে পারে । মাস্কের আঁশ উঠাতে সাহায্য করবে ।
আধা চামুচ ভিটামিন সি , অথবা লেবুর রস ।
এক-দুই ফোঁটা উন্নত মানের ল্যাভেন্ডার তেল ।
নির্দেশনা
সব ধরনের উপাদান এক সাথে মিশ্রণ করতে হবে ।
তারপর মিশ্রণটি মুখের উপর ১-২ মিনিট নরম ভাবে ম্যাসেজ করতে হবে ।
পাঁচ মিনিট থেকে ৪৫ মিনিট এইভাবে রেখে দিতে হবে ।
ঠাণ্ডা পানি দিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে ফেলতে হবে ।
তারপর মুখে ভিটামিন সি অথবা অ্যাপলের সিডার ভিনেগার মিশ্রণ মুখে মাখবেন ।
মুখ পরিস্কারের দরকার হলে আবার করবেন ।
নোটঃ যদি লেবুর রসের জায়গায় ভিটামিন সি এর পাউডার ব্যবহার করেন , তাহলে এই মাস্ক কয়েক মাস ব্যবহার করা যাবে । যখন আমি ভিটামিন সি এর পাউডার ব্যবহার করি , তখন আমি তিনগুন মিশ্রণ যোগ করে বয়ামে রেখে দিই । গোসলের আগে , কিছুদিন পর পর ব্যবহার করি ।