Helpline : +88 01754 668866

চালু হলো দেশের প্রথম সোশ্যাল মার্কেটপ্লেস : আমিও.com

অনলাইন কেনাকাটা আরো সহজতর করতে থেকে চালু হলো দেশের প্রথম স্যেসাল মার্কেটপ্লেস- আমিও ডট কম । সম্প্রতি রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানিক উদ্ভোধন করেন ড্যাফোডিল গ্রূপের চেয়ারম্যান মোঃ সবুর খান, আমিও ডট কম এর প্রতিষ্ঠাতা ও সিইও সোহেল তালুকদার,সিওও মোঃ আবুল এহসান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারন সম্পাদক মুনির হাসান প্রমুখ।

আমিও ডট কম বাংলাদেশের প্রথম সামাজিক বাজার ব্যবস্থা ৷ এখানে ব্যবহারকারি তার প্রোফাইল  লাইক, কমেন্ট ,শেয়ার, স্টেট্যাস আপডেট, লাইভ চ্যাটের মাধ্যমে সামাজিক যোগাযোগ রাখতে পারবে এবং আধিকাংস কাজক্রমের জন্য পয়েন্টস পাবে। যা দিয়ে এখান থেকে কেনাকাটা করতে পারবে। এছাড়া কার্ড ও মোবাইল ব্যাংকিং দিয়েও কেনাকাটা করা যাবে। যে কোন কেনাকাটায় থাকছে শতভাগ গ্রাহক নিরাপাত্তার নিশ্চয়তা। এটি পরিচালনা করছে বাংলাদেশি প্রতিষ্ঠান- প্রকৃতি ইনকরপোরেশন, এটি আমেরিকাতেও নিবন্ধিত।

এছাড়া উদ্যোক্তারা aaMio.com এ ব্যবসার ‘ই-স্টোর’ খুলতে পারেন একদম ফ্রী। কোন কমিশন বা ফি নেই। এক জায়গায় অনলাইন ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান। ডিজাইন, হোস্টিং, পেমেন্ট মেথড, টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আর ঝামেলা নেই। আর সাথে আরো থাকছে স্যোসাল নেটওয়ার্কিং এর অনেক ফিচার। বিস্তারিত জানতে লগঅন কারুন- aaMio.com অথবা আমিও.com । ফোন করুন- 01754 66 88 66

7 comments

  1. very unique thiking.

  2. nice work. happy to be a member here.

  3. WOW What a Idea Boss. Just great………I really like it…..Thanks

    1. aamio.com/v2/v2 is the great

  4. thanks

Comments are closed.

Free shipping

On all orders above Tk. 10,000

Easy 7 days returns

7 days money back guarantee

Warranty

Offered in the country of usage

100% Secure Checkout

bKash / MasterCard / Visa