গরমকাল এলেই ঘামের সমস্যায় আক্রান্ত হতে হয় সবাইকেই। আর ঘাম মানেই একগাঁদা জামাকাপড় ধোয়ার যন্ত্রণা। সেক্ষেত্রে ঘন ঘন বাজার থেকে ডিটারজেন্ট কিনতে হয় বলে খরচটাও বেড়ে যায়। আবার বাজারচলতি ডিটারজেন্ট অতিরিক্ত ব্যবহারের ফলে জামাকাপড়ের যেমন ক্ষতি হয়, তেমনই ক্ষতি হয় হাতেরও। এসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনি কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন ডিটারজেন্ট।
ঘরে তৈরি এই ডিটারজেন্ট জামাকাপড় জীবাণুমুক্ত করতে পারে যেমনি, তেমনি আবার জামাকাপড়ে সুন্দর গন্ধও সৃষ্টি করে। এ ছাড়া এই ডিটারজেন্ট দিয়ে ঘরের মেঝেও দারুণভাবে পরিষ্কার করা যায়।
উপকরণ :
বেকিং সোডা : ১৬ কাপ
ওয়াশিং সোডা : ১২ কাপ
তরল ক্যাসটাইল বা গ্লিসারিন সোপ : ৮ কাপ
টি ট্রি অথবা ল্যাভেন্ডার অথবা লেমন এসেনশিয়াল অয়েল : ৩ টেবল-চামচ
কী ভাবে বানাবেন :
একটা বড় বাটিতে বেকিং সোডা, ওয়াশিং সোডা ও তরল গ্লিসারিন সোপ মিশিয়ে নিন। সব শেষে এসেনশিয়াল অয়েল মিশিয়ে বোতলে ভরে রেখে দিন।
কী ভাবে ব্যবহার করবেন :
এক বালতি পানিতে ১/৮ কাপ ঘরে তৈরি এই ডিটারজেন্ট ঢালুন। এরপর হাত দিয়ে তা পানিতে ভালোভাবে মিশিয়ে নিন। ফেনা উঠার পর তাতে জামাকাপড় দিন। বাজার থেকে কেনা ডিটারজেন্টে ভেজানোর মতোই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘরে তৈরি ডিটারজেন্টে জামাকাপড় ভিজিয়ে রাখুন। এরপর সেগুলো ধুয়ে ফেলুন।
এক বার বানিয়ে রাখলে চার জনের পরিবারে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ঘরে তৈরি ডিটারজেন্ট।
আনন্দবাজারের সৌজন্যে
Nice 😮 😮 😮
Very useful post